• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

হ্যাটট্রিকম্যান রামোস জানালেন রোনালদোই `নেতা`

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

ম্যাচের আগে যখন জানা গেল শুরুর একাদশে নেই দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তখন অনেকেই চোখ কপালে তুলেছিলেন। কিন্তু রোনালদোর জায়গায় সুযোগ পেয়ে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে সবাইকে অবাক করে দিয়েছেন গনজালো রামোস।

রামোসের এমন কীর্তিতে সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, 'তবে কি পর্তুগাল দলে রোনালদো অধ্যায় শেষ?' জবাবটা দিয়েছেন রামোস নিজেই। পর্তুগালের হ্যাটট্রিক নায়ক ম্যাচের পর বললেন, রোনালদোই ছিলেন নেতার ভূমিকায়।

কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে রোনালদোকে ছাড়া মাঠে নেমে পর্তুগাল আবির্ভুত হয় বিধ্বংসী চেহারায়। রোনালদোর বদলি হিসেবে সুযোগ পাওয়া রামোসের হ্যাটট্রিকে দলটি জেতে ৬-১ গোলের বড় ব্যবধানে।

শেষ পর্যন্ত রামোস আলো কেড়ে নিলেও ম্যাচের আগে বা ম্যাচ চলার সময়ও বড় এক আলোচিত প্রসঙ্গ ছিল রোনালদোর বেঞ্চে থাকা। ম্যাচের পর রামোসের কাছেও জানতে চাওয়া হলো, অন্য সব ম্যাচের মতো এ দিনও কি ম্যাচ শুরুর আগে দলের সঙ্গে কথা বলেছেন রোনালদো?

জবাবে রামোস জানিয়ে দেন, একাদশে জায়গা না হলেও অধিনায়ক রোনালদো ছিলেন আগের ভূমিকাতেই। তার ভাষ্য, 'ক্রিস্টিয়ানো রোনালদো আমার সঙ্গে কথা বলেন, সবার সঙ্গেই বলেন। তিনি আমাদের নেতা এবং সবসময় পাশে থাকার চেষ্টা করেন।'

Place your advertisement here
Place your advertisement here