• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ছাত্র-শিক্ষক প্রয়োজন: শিল্পমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, প্রধানমন্ত্রী দেশকে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছে। স্মাট বাংলাদেশ গড়তে স্মার্ট ছাত্র, স্মার্ট শিক্ষকদের প্রয়োজন। শিক্ষকদের শিক্ষা পদ্ধতিতে আধুনিকতার ছোঁয়া লাগাতে হবে। তাদের শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করতে হবে। যাতে শিক্ষার্থীরা দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাকে আধুনিক ও ডিজিটাইজেশন করেছে। প্রতিটি স্কুল-কলেজে মাল্টিমিডিয়াম ক্লাস রুম ও আধুনিক ল্যাব করে দিয়েছে।

গতকাল রোববার দুপুরে নরসিংদীর মনোহরদী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, প্রযুক্তির অপব্যবহার করা যাবে না। ফেসবুক-ইউটিউবে অযথা সময় নষ্ট করা যাবে না। এখন লেখাপড়া করার সময়, নিজকে গড়ে তোলার সময়। প্রযুক্তির ব্যবহার লেখাপড়ায় করে নিজেকে বিকশিত করতে হবে। নিজেকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলতে হবে।

তিনি বলেন, বিএনপি ছাত্রদের হাতে তুলে দিয়েছিল অস্ত্র, আর আমরা ছাত্রদের হাতে কলম তুলে দিয়েছি। শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ বজায় রেখেছি। আমাদের আন্দোলন-সংগ্রাম করতে হবে, পাশাপাশি পড়াশোনাও করতে হবে। 

মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মনোহরদী- শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেসবাহ উদ্দিন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here