• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

পীরগঞ্জে কৃষি খাস জমিতে ভূমিহীনদের অভিগম্যতা বিষয়ক সেমিনার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষি খাস জমিতে ভূমিহীনদের অভিগম্যতা স্বাধীকার ও স্থানীয় সুশাসন সেমিনার হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে সিডিএ’র সহযোগীতায় উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়েজানে উপজেলা পরিষদ অডিটোরিয়োমে এ সভা হয়।

উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান অনিবাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান জালাল উদ্দীন প্রমূখ।

এ সময় সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সিডিএ’র দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপক এমএ জাকারিয়া, আঞ্চলিক সমন্বয়কারী কাউসারুল আলম, লোহাগাড়া ইউনিট ব্যবস্থাপক মমতা ঘোষ, জাবরহাট ইউনিয়নের ব্যবস্থাপক ডালিম হোসেন সহ উপজেলার ৯টি ইউনিয়ন ভূমিহীন জনসংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ভূমিহীনদের নামে খাস জমি বন্দোবস্ত, কৃষি কার্ড, সরকারি পুকুর ইজারা সহ  ভূমিহীনদের খাসজমিতে অধিকতর অভিগম্যতা বিষয়ে আলোচনা করা হয়।

Place your advertisement here
Place your advertisement here