• বুধবার ০৯ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৪ ১৪৩১

  • || ০৪ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

কুড়িগ্রামে প্রতিবন্ধীদের কারিগরি প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের কারিগরি প্রশিক্ষণ কোর্স শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার কুড়িগ্রামের সলিডারিটির উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহোযোগিতায় সলিডারিটি টেকনিক্যাল ইনস্টিটিউট নতুন শহরে এ প্রশিক্ষণ ও সনদ বিতরণের আয়োজন করেছে।

কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বি করে গড়ে তোলার লক্ষ্যে ফ্যাশন গার্মেন্টস ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কোর্স শেষে সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, সলিডারিটি কুড়িগ্রামের পরিচালক বীর মুক্তিযোদ্ধা এসএম হারুন অর রশিদ লাল, বিজ্ঞ পিপি এসএম আব্রাহাম লিংকন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান, সাবেক সিভিল সার্জন ডা.মো. আমিনুল ইসলাম ও সাংবাদিকসহ সলিডারিটির অন্যান্য সদস্যবৃন্দ।

Place your advertisement here
Place your advertisement here