• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

দিনাজপুরে স্ত্রীর অপারেশন করাতে যাওয়া পথে প্রাণ গেল স্বামীর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আবু ফজল নামে একজন নিহত হয়েছেন।

রোববার দুপুরে পার্বতীপুর-বদরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু ফজল ফুলবাড়ী উপজেলার এলুয়ারী ইউনিয়নের বানাহার গ্রামের আবুল কাসেমের ছেলে। 

জানা গেছে, আবু ফজলের স্ত্রী মোস্তাকিমা বেগম স্তন ক্যান্সারে আক্রান্ত। তার অপারেশনের সব প্রস্তুত নেয়া হয় রোববার। এজন্য সকালে অপারেশন করাতে স্ত্রীসহ আবু সুফিয়ান নামে আরেক ভাইকে নিয়ে মোটরসাইকেলে রংপুরের উদ্দেশে রওনা দেন আবু ফজল। পথে দুপুর দেড়টার দিকে পার্বতীপুর-রংপুর সড়কের তুলশীপুকুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে আহত হন আবু ফজল এবং আবু সুফিয়ান। তাদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আবু ফজলকে মৃত ঘোষণা করেন। 

নিহতের স্ত্রী মোস্তাকিমা বেগম বলেন, আমার অপারেশনের জন্য যাচ্ছিলাম। ব্লাড ডোনার থেকে শুরু করে সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। শুধু আমার অপেক্ষা। যাওয়া মাত্রই অপারেশন শুরু হতো। পথে ফাঁকা রাস্তায় মোড় ঘোরানোর সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। মুহূর্তেই সব শেষ হয়ে যায় আমার।

পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here