• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

রংপুরে ৯/১১ জিনিয়াস ব্যাচের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রংপুরে ৯/১১ জিনিয়াস ব্যাচের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৩ ডিসেম্বর) রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে টুর্নামেন্টে এসএসসি ২০০৯ ও এইচএসসি ২০১১ ব্যাচের ১৬টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় হৃদয় জেজে ও রানা চ্যাম্পিন এবং একরামুল হক শাওন ও ফরিদ আহমেদ রানার আপ হয়।

সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, ট্রাফিক দক্ষিণ বিভাগের ইনচার্জ কেরামত আলী, রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান পাভেল।

আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ৯/১১ ব্যাচের মানিক মোল্লা, হৃদয় জে জে, সাহাবী হোসেন, আপেল মাহমুদ এবং শাকিল আহমেদ। 

Place your advertisement here
Place your advertisement here