• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

পা‌নি‌তে ডুবে প্রাণ গেল আপন দুই ভাই-বোনের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁও‌য়ে পা‌নি‌তে প‌ড়ে শ্রী সম্পদ কুমার (৭) ও মহা রানী (৫) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হ‌য়ে‌ছে। শনিবার সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামের দয়াল চন্দ্র বর্মনের বাসার পূর্বে পাশে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। মৃত শ্রী সম্পদ কুমার (৭) ও মহা রানী (৫) সদর উপজেলা সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী এলাকার শ্রী দয়াল চন্দ্র বর্মনের সন্তান।

দয়াল চন্দ্র বর্মন বলেন, সকালে আমি এবং আমার স্ত্রী মাঠে কাজ করতে যাই। সঙ্গে আমাদের বাচ্চা দুটিকে নিয়ে যাই। আমরা কাজ করছিলাম। বাচ্চা দুটি খেলতে খেলতে হঠাৎ পুকুরে পড়ে যায়। আমরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে একপর্যায়ে পুকুরে খুঁজে পাই। দুজনই পুকুরে মরে ভেসেছিল। প‌রে প‌রিবা‌রের লোকজন পুকুর থে‌কে ওদের মর‌দেহ উদ্ধার ক‌রে।

রু‌হিয়া থানার ওসি সো‌হেল রানা ব‌লেন, খবর পেয়ে ঘটনাস্থলে পু‌লিশ পাঠা‌নো হয়। কারো কোনো অভিযোগ না থাকায় প‌রিবা‌রের কা‌ছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here