• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ডিজেল কম দেওয়াতে ফিলিং স্টেশনের জরিমানা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রংপুরের বদরগঞ্জে ডিজেল তেল ওজনে কম দেয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

গতকাল সোমবার (১৩ নভেম্বর) উপজেলার মেসার্স চেংমারী ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন বদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন।

অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার ও ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মো. জামিনুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার বদরগঞ্জের মেসার্স চেংমারী ফিলিং স্টেশনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানটির ফিলিং স্টেশনের ব্যবহৃত ডিজেলে ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১৮০ মিলিলিটার জ্বালানি তেল কম দেয়ার প্রমাণ পায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স শাহ ফিলিং স্টেশন নামে আরেকটি প্রতিষ্ঠানে অভিযানকালে তাদের আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ও ট্যাংকলরির ক্যালিব্রেশন সনদ আগামী ১৫ দিনের মধ্যে হালনাগাদ করার পরামর্শ প্রদান করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ।

Place your advertisement here
Place your advertisement here