• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুরের পীরগঞ্জের মাদারগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক সুলতান মাহমুদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় দোষীদের শাস্তির দাবি জানিয়ে তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকসহ এলাকাবাসী।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর মন্ডল, উপাধ্যক্ষ মোস্তফা আল আমিন, মাদারগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, মাদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম ফারুক, মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. তাজুল ইসলাম শামীম, মাদ্রাসা গভর্নিং বডির সদস্য ডা. খায়রুল আনান সরকার বাবলু প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষকের উপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। মাদরাসা শিক্ষক সুলতান মাহমুদের উপর হামলা করা মানে গোটা শিক্ষক সমাজের উপর হামলার শামিল। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার দাবি করছি।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসাটির প্রায় ৫০ একর জমি উন্মুক্ত পদ্ধতিতে লীজ দেয়া হয়। এ লীজ কার্যক্রমে মিঠিপুর ইউনিয়নের একবারপুর পূর্বপাড়ার মতিন মিয়া ১৫’শ টাকায় ১৭ শতক জমি লীজ নিয়ে জমি বুঝে না পাওয়ায় দ্বন্দ শুরু হয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক শুরু হলে মতিন মিয়ার নেতৃত্বে মাদ্রাসাটির ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক শিক্ষক প্রতিনিধি সুলতান মাহমুদকে লাঞ্ছিত করা হয়।

Place your advertisement here
Place your advertisement here