• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কাউনিয়ায় নাতির ঘাড়ে চড়ে ভোট দিলেন ১৩৫ বছর বয়স্ক নয়া মিয়া 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

নাম নয়া মিয়া। বয়স প্রায় ১৩৫ বছর। রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগালি গ্রামের বাসিন্দা তিনি। নাতি দেলোয়ার ও সজীবের কাঁধে চড়ে রোববার সকাল পৌনে নয়টার দিকে কাউনিয়া উপজেলার সিংহের কুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন নয়া মিয়া।  

ভোট দিয়ে তিনি বলেন, ‘কয়দিন থাকি মোর কাছে মেলা মানুষ আইসে ভোট চায়। তাদের বলছি ভোট দেব। মোরও খুব মন চায় ভোট দেবার। শরীর তো চলে না, নাতিরা ঘাড়োত করি তুলি আনছে। কোনোমতে আসি ভোট দিলাম।’ 

নাতি দেলোয়ার হোসেন জানান, তাদের নানা কোনোবারই ভোট বাদ দেন না। ভোট দেওয়ার প্রতি অনেক আগ্রহ তার। তাই প্রতিবারই কাঁধে করে কেন্দ্রে নিয়ে আসেন তারা। 

তৃতীয় ধাপে রংপুর সদর, কাউনিয়া ও তারাগঞ্জ ইউনিয়নে ভোট চলছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব, আনসার সদস্যরা রয়েছে।

Place your advertisement here
Place your advertisement here