• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

সচেতনতা সৃষ্টিতে নগ্ন হয়ে ছবি তুললেন আড়াই হাজার নারী-পুরুষ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

ত্বকের ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে আয়োজিত এক বিশেষ ফটোশুটে নগ্ন হয়ে অংশ নিয়েছেন ২ হাজার ৫০০ নারী-পুরুষ। গতকাল শনিবার (২৬ নভেম্বর) অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে বিশেষ এই ফটোশুটের আয়োজন করা হয়।

আমেরিকার বিখ্যাত ফটোগ্রাফার স্পেনসার টিউনিক্স এই উদ্যোগ নেন। তিনি নিয়মিত মানুষকে চর্ম পরীক্ষায় উদ্যোগী করতেই এই বিশেষ ফটোশ্যুটের আয়োজন করে।

আর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রথমবারের মতো সমুদ্র সৈকতে নগ্নভাবে প্রবেশের অনুমতি দিয়েছিল অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ।

ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশনের পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ানদের স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার অনেক বেশি।

এ বিষয়ে টিউনিক বলেন, ‘ত্বকের ক্যানসার নিয়ে সচেতনতা তৈরিতে আমাদের সুযোগ তৈরি হয়েছিল। এখানে এসে আমার শিল্পকর্ম তৈরি করে আমি গর্বিত।’

সূত্র: বিবিসি

Place your advertisement here
Place your advertisement here