• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সামনেই ভালোবাসার সপ্তাহ, কোন দিনের কী বিশেষত্ব জেনে নিন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

দুয়ারে ভ্যালেন্টাইনস ডে। ভালোবাসার সপ্তাহ। সঙ্গীকে নিয়ে  প্ল্যান করে রেখছেন অনেকেই। এই সপ্তাহটির  জন্য অধীর আগ্রহে বসে আছেন অনেক প্রেমিক-প্রেমিকা। সাড়া বছরে তো মাত্র একটা সপ্তাহই প্রেমের জন্য তোলা থাকে। অবশ্য ভালবাসার কোনও বিশেষ দিন হয় না এমনও মনে করেন অনেকে। তবে যারা প্রেমের দিনগুলো একটু অন্যভাবে কাটাতে চাইছেন তাদের তো জানতেই হবে যে কোন দিন কী পড়েছে? ভালবাসার মানুষকে চকলেট দেবেন কবে? বা টেডি দেবেন কবে?

আসুন জেনে নেয়া যাক ভালোবাসার সপ্তাহে বিশেষ দিনগুলো কবে পড়েছে-

৭ ফেব্রুয়ারি- এই দিন ভালোবাসার মানুষকে গোলাপ দিতে পারেন। কারণ ৭ তারিখ রোজ ডে।

৮ ফেব্রুয়ারি- যারা এখনো ভালোবাসার মানুষকে মনের কথা বলে উঠতে পারেননি তারা মনের কথা বলার জন্য বেছে নিতে পারেন এই দিনটিকে। কারণ ৮ তারিখ প্রোপোজ ডে। তাই দেরি না করে ওই দিনই মনের মানুষকে নিজের অনুভূতির কথা জানিয়ে দিতে পারেন।

৯ ফেব্রুয়ারি- ভালোবাসার মানুষ যদি প্রেমে সায় দেয় তবে তাকে দিতে পারেন এক বাক্স চকোলেট। কারণ এই দিন চকোলেট ডে।

১০ ফেব্রুয়ারি- এইদিন টেডি ডে। ভালোবাসার মানুষকে দিয়ে ফেলুন পছন্দের টেডি।

১১ ফেব্রুয়ারি- সঙ্গীকে কিছু প্রমিস করার থাকলে অবশ্যই এই বিশেষ দিনটিকে বেছে নিতে পারেন কারণ এই দিন প্রমিস ডে।

১২ ফেব্রুয়ারি- ভালোবাসার মানুষকে আলিঙ্গন করতে কে নায় চায়! কিন্তু জানেন কী এই আলিঙ্গনেরও একটি বিশেষ দিন আছে। ১২ তারিখ হাগ ডে বা আলিঙ্গনের দিন।

১৩ ফেব্রুয়ারি-  ১৩ ফেব্রুয়ারি চুম্বনের দিন। মনের মানুষকে চুম্বন করতে হলে এই দিনই বেছে নিতে পারেন। ১৩ তারিখ কিস ডে।

১৪ ফেব্রুয়ারি- ভ্যালেন্টাইনস ডে। এ দিন ভালোবাসার দিন।

১৫ ফেব্রুয়ারি- স্ল্যাপ ডে।

১৬ ফেব্রুয়ারি- কিক ডে

১৭ ফেব্রুয়ারি- পারফিউম ডে

১৮ ফেব্রুয়ারি- ফ্লার্ট ডে

১৯ ফেব্রুয়ারি- কনফেশন ডে

২০ ফেব্রুয়ারি- মিসিং ডে

২১ ফেব্রুয়ারি- ব্রেকাআপ ডে

সূত্র:  নিউজ বাংলা ১৮

Place your advertisement here
Place your advertisement here