• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

দিনাজপুরে সর্ববৃহৎ ঈদগাহ মাঠে নামাজ আদায়ের লক্ষ্যে প্রস্তুতি সভা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরে সর্ববৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশাল এই জামাতে দিনাজপুর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা যেন অংশ নিতে পারেন, এজন্য সকল প্রস্তুতি নেওয়া হবে। পরিস্থিতির আলোকে নেওয়া হবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল ৯টায় নামাজ শুরু হবে।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম জানান, গোর এ শহীদ ঈদগাহ ময়দানে প্রায় ৬ লাখের অধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী জানান, পুরো ঈদগাহ মাঠজুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবে। সকাল ৭টা থেকে মুসল্লিরা মাঠের প্রবেশ পথ দিয়ে আসবেন। মোট ১৯টি গেট মেটাল ডিটেক্টর দিয়ে শুধু মাত্র জায়নামাজ ও ছাতা নিয়ে প্রবেশ করবেন মুসল্লিরা। থাকবে পর্যবেক্ষণ টাওয়ার। ৩০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। মাইক বসানো হবে ১১০টি।

এছাড়া ইমাম সাহেবকে সহযোগিতা করার জন্য বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা থেকে পাঁচ শতাধিক মুক্কাবির নিয়োজিত থাকবেন। স্বাস্থ্য ক্যাম্প, অজু করতে যেন অসুবিধা না হয় এজন্য ২৫০টি অজুখানা এবং পানি পানের ব্যবস্থা রাখা হবে। ইমামতি করবেন মাওলানা শামশুল হক কাশেমী।

দিনাজপুর গোর এ শহীদ ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রীয় ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেন, দিনাজপুর সিভিল সার্জন ডা. বোরহান উল ইসলাম সিদ্দিকি, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. জয়নুল আবেদীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, দিনাজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, দিনাজপুর ইমাম সমিতির সভাপতি মতিউর রহমান কাশেমী, দিনাজপুর জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক রফিকুল্লাহ মাজহারি, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ।

এর আগে জাতীয় পর্যায়ে পদকজয়ী সাইক্লিস্ট মরহুম মাশরাফি হোসেন মারুফের বাবা আনিছুর রহমান ও মাতা মিনু আরা বেগমের নিকট বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের দেয়া নগদ ৫ লাখ টাকা হস্তান্তর করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

Place your advertisement here
Place your advertisement here