• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

আওয়ামী লীগ ক্ষমতায় আসায় সব সেক্টরে উন্নয়ন হয়েছে: এলজিআরডিমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার কারণে দেশের সব সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

গতকাল শনিবার দুপুরে বান্দরবান জেলার লামা উপজেলায় এলজিইডির ৬ কোটি ১৮ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডিমন্ত্রী এসব কথা বলেন।

দেশের বিভিন্ন খাতের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। দেশের প্রত্যন্তাঞ্চলে ঘরে ঘরে সৌর বিদ্যুৎ পৌঁছে গেছে। দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। 

আওয়ামী লীগ সরকার দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, অথচ বিএনপি সরকারের আমলে বাংলাদেশ ভিক্ষুকের রাষ্ট্র ছিলো। এই দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছিল। কিন্তু বর্তমান সরকার জঙ্গি নির্মূলে সফলতার পরিচয় দিয়েছে।

লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামালের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশেসিং।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর ও ৩২ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম আজিম উদ্দিন।

এতে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা বক্তব্য রাখেন।

তাজুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করে পাহাড় সমতলে নানামুখী উন্নয়ন করা হচ্ছে। এ দেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশের ৯৮ শতাংশ মানুষকে বিশুদ্ধ পানির কাভারেজের আওতায় আনা সম্ভব হয়েছে।

বীর বাহাদুর উশৈসিং বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখান না, মানুষের স্বপ্ন বাস্তবায়ন করেন। এ ধারাবাহিকতায় এলজিইডির অর্থায়নে এলাকায় ৬৮ কোটি ১৮ লাখ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২শ’ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন।

বিকেলে উপজেলার সরই ইউনিয়নের বোধিছড়াস্থ কোয়ান্টাম ফাউন্ডেশন পরিদর্শন করেন মন্ত্রী তাজুল ইসলাম।

Place your advertisement here
Place your advertisement here