• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে আরও এগিয়ে নিতে সমর্থন দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির ক্যানসাস অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর রজার মার্শাল।

গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে তার কার্যালয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মুহাম্মদ ইমরানের সঙ্গে বৈঠকে এ ইচ্ছা প্রকাশ করেন তিনি। শনিবার (৪ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে বাংলাদেশ মিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সিনেটর রজার মার্শাল বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ‘একটি গুরুত্বপূর্ণ অংশীদার’ হিসেবে বর্ণনা করেন এবং আশা প্রকাশ করেন যে, উভয় দেশ সম্ভাব্য সবক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে কাজ করে যাবে। সিনেটর মার্শাল বাংলাদেশের চমৎকার অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করেন।

বিজ্ঞপ্তিতে জানা যায়, সিনেটর মার্শাল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদানের প্রশংসা করেছেন।

বৈঠকে রাষ্ট্রদূত ইমরান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে আর্থসামাজিক উন্নয়ন হয়েছে সে বিষয়ে সিনেটরকে অবহিত করেন। তিনি বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা, স্বাস্থ্যসেবা খাতে অগ্রগতি, দুর্যোগ ব্যবস্থাপনা, নারীর ক্ষমতায়ন এবং দক্ষ কোভিড-১৯ ব্যবস্থাপনাসহ বেশ কিছু বিষয় তুলে ধরেন।

তারা উভয়েই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারিত করা এবং আগামী দিনে দু’দেশের মধ্যে বিদ্যমান অংশীদারত্বকে আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

Place your advertisement here
Place your advertisement here