• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

এশিয়ায় জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে রাশিয়া

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

আসন্ন শীতের আগ দিয়ে জ্বালানি সংকটের কারণে ক্রমেই মন্দার দিকে এগিয়ে যাচ্ছে ইউরোপীয় দেশগুলো। এমন পরিস্থিতিতে সেখানে জ্বালানি তেলের সরবরাহ কমিয়ে এশিয়ার দেশগুলোতে বাড়িয়েছে মস্কো। ইউক্রেন সংঘাত শুরুর আগে সমুদ্রপথে এশিয়ায় রাশিয়ার অপরিশোধিত তেল সরবরাহের পরিমাণ দুই-পঞ্চমাংশেরও কম ছিল। এখন যা বেড়ে দেশটির মোট জ্বালানি তেল রফতানির দুই-তৃতীয়াংশে উঠে গেছে।

রফতানি করা এসব জ্বালানির বেশির ভাগই চীন ও ভারতে সরবরাহ করা হচ্ছে। তবে বড় বড় চালান ভারত ও চীনে গেলেও ছোটখাটো চালান শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত লুফে নিচ্ছে।

১১ নভেম্বর পর্যন্ত রাশিয়া থেকে জ্বালানি পরিবহনের তথ্য বলছে, গত ২৮ দিনে চীন, ভারত ও তুরস্কে প্রতিদিন গড়ে ২ দশমিক ৩৯ মিলিয়ন ব্যারেল জ্বালানি সরবরাহ করা হয়েছে। এর মধ্যে যে পণ্যবাহী জাহাজগুলো এখনো গন্তব্যে পৌঁছেনি, সেগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

একই সময়ে ইউরোপীয় দেশগুলোতে সমুদ্রপথে দৈনিক সাত লাখ ব্যারেল জ্বালানি সরবরাহ করেছে রাশিয়া।

সূত্র: বিজনেস ইনসাইডার

Place your advertisement here
Place your advertisement here