• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোক পদত্যাগ করেছেন। ক্ষমতা দখলকারী সেনাবাহিনীর সঙ্গে বিতর্কিত চুক্তির মাধ্যমে ক্ষমতায় ফিরে আসার কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করলেন তিনি। ক্ষমতায় ফিরে ব্যাপক বিক্ষোভের মুখে তিনি এটি করতে বাধ্য হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২০ সালের অক্টোবরে সেনাবাহিনী ক্ষমতা দখল করে আবদাল্লা হামদোককে গৃহবন্দি করেছিল। তবে অভ্যুত্থানের নেতাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করেন তিনি।

এরপর আবারো ক্ষমতায় ফিরে আসেন আবদাল্লা হামদোক। কিন্তু বিক্ষোভকারীরা সেটি মেনে নিতে পারেননি। তাদের দাবি পুরোপুরিভাবে বেসামরিক রাজনৈতিক শাসন চালু করতে হবে।

আবদাল্লা হামদোক বলেছেন, তার দেশ বর্তমানে খুবই বিপজ্জনক টার্নিং পয়েন্টে আছে দেশকে বিপর্যয়ের দিকে এগিয়ে যাওয়া ঠেকাতে সাধ্য অনুসারে চেষ্টা করেছি। ঐক্যমতে পৌঁছানোর সব রকম চেষ্টা করেছি; তবে তা হয়নি।

Place your advertisement here
Place your advertisement here