• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা ভাতা চালুর উদ্যোগ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, অস্বচ্ছল ও অসহায় শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা ভাতা চালুর উদ্যোগ নিয়েছি। সারা দেশে এসব শিক্ষার্থী বাছাই করে তাদের মধ্যে ভাতা প্রদান করা হবে। 

গত বুধবার (১৬ নভেম্বর, ২০২২) বিকেলে গাজীপুর জেলার আর্থিকভাবে অস্বচ্ছল, আহত, অসমর্থ ও দুঃস্থ ক্রীড়াবিদ, ক্রীড়া সেবীদের এককালীন ও করোনাকালীন বিশেষ আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। 

প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল আরও বলেন, করোনাকালীন বিশেষ আর্থিক অনুদান হিসেবে সারা দেশে ৫ হাজার টাকা করে ৭ হাজার ৭০০ জনকে এবংপাশপাশি অস্বচ্ছল, আহত ও অসমর্থ ক্রীড়াবিদ/ক্রীড়াসেবীদের ১ হাজার ৩৫০ জনকে এককালীন ২৪ হাজার টাকা করে দিতে সমর্থ হয়েছি। এ বছর শুধু এ ফাউন্ডেশন থেকে সারা দেশে ক্রীড়াবিদ/ ক্রীড়া সেবীদের বরাদ্দ দিয়েছি আট কোটি ২০ লাখ টাকা।

Place your advertisement here
Place your advertisement here