• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

অসচ্ছল নারীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

প্রতিমাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল পাবেন ১০ লাখ ৪০ হাজার অসচ্ছল নারী। ২০২৩ সালের জানুয়ারি থেকে এ উদ্যোগ শুরু হচ্ছে, যা অব্যাহত থাকবে পরবর্তী দুই বছর। শুধু খাদ্য সহায়তাই নয়, কর্মসূচির আওতাভুক্ত সব উপকারভোগীকে সঞ্চয় ব্যবস্থাপনারও আওতায় আনা হবে। এ লক্ষ্যে নির্বাচিত উপকারভোগীদের পৃথকভাবে প্রত্যেককে একটি ব্যাংক হিসাবও খুলে দেওয়া হবে।

সঞ্চয় করা অর্থ এবং প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে আগামী দুই বছরের মধ্যে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে এই নারীদের আত্মনির্ভরশীল করে তোলা হবে। ফলে তারা আয়বর্ধক এবং ক্ষুদ্র ব্যবসা পরিচালনার মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন।

খাদ্য, পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তাহীনতা দূর করে অসচ্ছল এবং অক্ষম নারীদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে 'ভালনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রাম (ভিডব্লিউবি) নতুন কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৫-২৬ সালে উপকারভোগী বাড়িয়ে ১৫ লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

Place your advertisement here
Place your advertisement here