• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে বেরোবি ছাত্রলীগের মিছিল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা। বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিলটি হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম। 

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি রুপম, নোমান, সাংগঠনিক সম্পাদক টগর, নেসার উদ্দিন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেনির নেতৃবৃন্দ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম বলেন, অপ্রতিরোধ্য-উন্নত-আত্মমর্যাদাশীল  বাংলাদেশের প্রতীক, বাঙালির ভোটাধিকার ও গণতন্ত্র-মানবাধিকার প্রতিষ্ঠার রক্ষাকবচ দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শপথ গ্রহণ করেছে।

এর আগে সন্ধ্যায় তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি ৩০০ আসনে নির্বাচন হবে। এবার নির্বাচনে দেশে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার।

সিইসি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬-১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর।

Place your advertisement here
Place your advertisement here