• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

কুড়িগ্রামে পুরাতন গার্লস হাইস্কুল উপজেলায় সেরা নির্বাচিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় (পুরাতন গার্লস হাই স্কুল) উপজেলা পর্যায়ে (কুড়িগ্রাম সদর) শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে এ প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর তত্ত্বাবধানে সারাদেশে একযোগে এ শিক্ষা সপ্তাহ পালিত হচ্ছে। সোমবার দুপুরে উপজেলা পর্যায়ে সকল মাধ্যমিক বিদ্যালয়ের মধ্য থেকে বিভিন্ন পরীক্ষার ফলাফল, কো-কারিকুলাম কার্যক্রম ও অন্যান্য সার্বিক বিবেচনায় কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়কে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: জহুরুল হক ও উপজেলা সদর কো-অর্ডিনেটর মো: মিজানুর রহমানের নেতৃত্বে বাছাইয়ের মাধ্যমে শ্রেষ্ঠ নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।জেলা সদরে শ্রেষ্ঠ হওয়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যগণ, প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-কর্মচারি এবং অভিভাবক অত্যন্ত আনন্দ প্রকাশ করেন।

এ ব্যাপারে বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু মোহাম্মদ সাঈদ হাসান লোবান বলেন, আমরা অনেকদিন পর জেলা সদরে এ রকম একটি শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়ে অত্যন্ত আনন্দিত ও গর্ব বোধ করছি। সেইসাথে আমাদের বিদ্যালয়কে নির্বাচিত করায় সকল বিচারকমন্ডলীসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

Place your advertisement here
Place your advertisement here