• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বর্তমান সরকার কৃষিবান্ধব: পরিকল্পনা প্রতিমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক শামসুল আলম বলেছেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। করোনা মহামারির মধ্যেও দেশের কৃষিখাত স্থিতিশীল রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সব ধরনের উন্নয়ন সূচকে এশিয়ার বৃহৎ দেশসমূহকে পেছনে ফেলে দৃষ্টান্ত স্থাপন করেছে।

শনিবার সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তিন দিনব্যাপী বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, দেশের জিডিপিতে কৃষির ভূমিকা অনস্বীকার্য। কৃষিতে স্থিতিশীলতা ছাড়া জাতীয় অর্থনীতিতে স্থিতিশীলতা সম্ভব নয়। এজন্য কৃষির উৎপাদনশীলতা বাড়াতে হবে। কৃষিতে ব্যাপক গবেষণার উদ্যোগ নেয়া প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বাংলাদেশের সিনিয়র টেকনিক্যাল উপদেষ্টা ড. কাতারজিনা জাপলিনা, বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here