• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান: পরিকল্পনা প্রতিমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, ভিশন-২০২১ অর্জনের মাধ্যমে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান। দেশের প্রায় শতভাগ মানুষ মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছে। ৭৭ শতাংশের বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। বিদ্যুতের উৎপাদন আজ ২৫ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে। জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশের কাছাকাছি। দারিদ্র্য নিরসন, ক্ষুধামুক্তি ও জীবনযাত্রার মান উন্নয়নে বর্তমান প্রবৃদ্ধি ধরে রাখা খুবই জরুরি।

বুধবার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ‘টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে সামগ্রিক কৃষি জ্ঞান’ শীর্ষক বৈজ্ঞানিক কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান রক্ষায় আরো জোর দেওয়া প্রয়োজন। সমসাময়িক বিশ্বে চাহিদাভিত্তিক সিলেবাসের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে।

তিনি আরো বলেন, পেশাগত ক্ষেত্রে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশে কৃষি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। এখন শিক্ষার মান অর্জনের চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে।

কনফারেন্সে তিনটি আলাদা টেকনিক্যাল সেশন ও একটি পোস্টার সেশনে মোট ৪২টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. মুহাম্মদ আলমগীর, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী, ট্রেজারার অধ্যাপক সারোয়ার আকরাম আজিজ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. তাসলিম হোসেন, সাধারণ সম্পাদক ড. এম এ হান্নান প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here