• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

Find us in facebook

`প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্রীড়াক্ষেত্রে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে`

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে গত ১৪ বছরে দেশের ক্রীড়াক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রাখতে সমর্থ হয়েছে। এতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

বুধবার দুপুরে তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ইউনেক্স-সানরাইস বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ব্যাডমিন্টনের এ আসরে অংশ নিচ্ছেন স্বাগতিক বাংলাদেশসহ ১৭টি দেশের ২৫০ জন প্রতিযোগী।

মন্ত্রী বলেন, এ ধরনের আন্তর্জাতিক একটি প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের প্রতিযোগীদের দক্ষতা ও যোগ্যতার ব্যাপক উন্নতি হবে। এতে আমাদের খেলোয়াড়রা আরো সক্ষম হয়ে উঠবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলা প্রিয় মানুষ। তিনি খেলাধুলা অনেক ভালোবাসেন। সময় পেলেই যেকোনো খেলা দেখতে স্টেডিয়ামে যান। তিনি দেশের সব খেলা ও খেলোয়াড়দের মানোন্নয়নে অনেক কিছু করেছেন। আগামীতে আরো উন্নতি হবে।

এ সময় উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মেছবাহ উদ্দিন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ড. আব্দুল মালেক প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here