• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

রাত ৮টার মধ্যে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: পলক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২  

Find us in facebook

Find us in facebook

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দুপুর থেকে দেশের বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। অফিস-আদালত-মেডিকেল সর্বত্র কাজেকর্মে স্থবিরতা নেমে এসেছে। এ নিয়ে ফেসবুকে নানা আলোচনা চলছে।

তবে, সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ বিভিন্ন পর্যায় থেকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানানো হচ্ছে।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফেসবুক পোস্টে লিখেছেন রাত ৮টার মধ্যে ঢাকা শহরের সব এলাকা এবং ৯টার মধ্যে চট্টগ্রামের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।  
 
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফাইয়েড ফেসবুক পেজে তিনি এ কথা জানিয়েছেন।

পলক লিখেছেন, আমিন বাজার গ্রিড পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। পাওয়ার গ্রিডে ট্রিপ এক সেকেন্ডের হলেও রিস্টোরেশন অনেক লম্বা আর জটিল প্রসেস।

তিনি লিখেছেন, সন্ধ্যা থেকে রাত ৮টার মধ্যে ঢাকা শহরের সব এলাকা এবং তারপর রাত ৯টার মধ্যে চট্টগ্রামের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। পাওয়ার গ্রিডের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা কাজ করছেন।

গুজব না ছড়িয়ে সবার প্রতি একটু ধৈর্য ধরার অনুরোধ রাখেন তিনি।

Place your advertisement here
Place your advertisement here