• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

মিঠাপুকুরে অভিযান চালিয়ে ১০টি অবৈধ করাতকল বন্ধ 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুরের মিঠাপুকুরে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১০টি অবৈধ করাতকল বন্ধ করে দেওয়া হয়।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এ অভিযান পরিচালনা করেন। তাকে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালুয়া মাসিমপুর, চেংমারী ও ময়েনপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধ ১০টি করাতকলের সরঞ্জামাদি জব্দ করা হয়। পরে এসব করাতকল বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, অবৈধ করাতকলের তালিকা তৈরি করা হয়েছে।পর্যায়ক্রমে সকল অবৈধ করাতকল বন্ধ করে দেওয়া হবে। সংরক্ষিত বন রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

Place your advertisement here
Place your advertisement here