• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

গঙ্গাচড়ায় আমনখেত হলুদ ও বিবর্ণ হয়ে যাচ্ছে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

গঙ্গাচড়ায় আমনখেত হলুদ ও বিবর্ণ হয়ে যাচ্ছে। এ অবস্থায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা।

কিসামত হাবু গ্রামের কৃষক ঈশ্বর চন্দ্র বলেন, তার দুই বিঘা জমির ধান হলুদ ও বিবর্ণ হয়ে গেছে। এ পর্যন্ত তিনি তিন বার স্প্রে করেছেন। কিন্তু কাজ হচ্ছে না। তার জমিতে কিসের ঘাটতি হয়েছে তাও জানেন না তিনি। অনেক কৃষকের জমির অবস্থা একই।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, জমিতে এমওপি এবং সালফারের ঘাটতির কারণে এ সমস্যা হচ্ছে। এ ব্যাপারে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

Place your advertisement here
Place your advertisement here