• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

সহকর্মীর সঙ্গে প্রতিযোগিতা হোক স্বাস্থ্যকর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ আগস্ট ২০২২  

Find us in facebook

Find us in facebook

সহকর্মীর থেকে ভালো কাজ করার মানসিকতা যদি থাকে চ্যালেঞ্জ নিতেই পারেন। কিন্তু অস্বাস্থ্যকর প্রতিযোগিতা ভালো না। এতে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়। তাছাড়া কারো পেছনে লাগতে গেলে তার সামনে যাওয়ার সুযোগ কম।

তবে, হ্যাঁ- স্কুলের বন্ধুদের সঙ্গে যে প্রতিযোগিতাটা ছিল, ঠিক সেই রকম প্রতিযোগিতা চালিয়ে যেতে পারেন। বন্ধুদের সঙ্গে নম্বর তোলার প্রতিযোগিতা থাকে। এই প্রতিযোগিতা খারাপ নয়। ‘ও ভালো করছে, আমাকে ওর চেয়ে ভালো করতে হবে’-এই স্বাস্থ্যকর প্রতিযোগিতার সংস্কৃতি কাজের পরিবেশের জন্য ভালো।
 
আপনার নির্ধারিত কাজ খুব সততার সঙ্গে চালিয়ে যান। ভালো কাজের মাধ্যমেই আপনি সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারেন। কাজে অবহেলা ক্যারিয়ার এবং প্রতিষ্ঠান উভয়ের ক্ষতিগ্রস্ত করতে পারে। সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুস্থ ও সুন্দর সম্পর্ক কর্মপ্রেরণা বাড়াতে সাহায্য করে।

সহকর্মীরা কেমন পরিবার থেকে এসেছে এটা বিবেচনা না করে, তার কাজের মূল্যায়ন করুন। কর্মক্ষেত্রে বেতন এবং পদবীর বিচারে নয়, এমনিতেই মানুষ হিসেবে সবাইকে শ্রদ্ধা করুন। এতে আপনার সম্মানও বৃদ্ধি পাবে।

Place your advertisement here
Place your advertisement here