• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

ট্রেনে আবার শুরু হচ্ছে ‘স্ট্যান্ডিং টিকিট’ বিক্রি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মে ২০২২  

Find us in facebook

Find us in facebook

প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারির কারণে দুই বছর বন্ধ ছিল টেনের স্ট্যান্ডিং টিকিট। এখন প্রকোপ অনেকটা কমে যাওয়ায় ফের আন্তঃনগর ট্রেনে আসনের অতিরিক্ত শোভন শ্রেণির ‘স্ট্যান্ডিং টিকিট’ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

আগামী সপ্তাহে এ ব্যাপারে সিন্ধান্ত নেওয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রেলের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।

তিনি বলেন, ‘বর্তমানে শোভন শ্রেণির এই স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ থাকলেও অনেক যাত্রীই ট্রেনে দাঁড়িয়ে যাচ্ছেন। কিন্তু তারা কোনো ভাড়া দিচ্ছেন না। লোকজনকে নিয়ন্ত্রণ করা যায় না। টিকিট ছাড়াই অনেকে ট্রেনে উঠে যায়। আবার জরিমানা করতে গেলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই টেনের স্ট্যান্ডিং টিকেট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রেলভবনে বৃহস্পতিবার এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।

অসীম কুমার তালুকদার আরও বলেন, ‘কবে থেকে আর কত শতাংশ টিকেট দেওয়া হবে তা আগামী সপ্তাহে সিদ্ধান্ত হবে। তবে সরাসরি চলাচল করা আন্তঃনগর ট্রেনগুলোতে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে না।’

মহামারীর কারণে প্রথম বছর ‘লকডাউনে’ ৬৭ দিন বন্ধ থাকে ট্রেন চলাচল। এরপর ৩১ মে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু করে। পরবর্তীতে সেপ্টেম্বরে সব আসনে যাত্রী বহন শুরু হয়। কিন্তু দাঁড়িয়ে যেন যাত্রী না যায় সেজন্য স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ রাখা হয়।

এখন সবকিছু আবার স্বাভাবিক হওয়ায় লোকজনের যাতায়াতের প্রয়োজন বেড়েছে। তাই রেল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

Place your advertisement here
Place your advertisement here