ব্রেকিং:
রংপুর রেল স্টেশনের প্লাটফর্মে ব্লেড দিয়ে গলা কেটে `আত্মহত্যা` করেছে এক নারী
  • বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

Find us in facebook
সর্বশেষ:
আগামী সপ্তাহে আবারও ঝড়-বৃষ্টি লস অ্যাঞ্জেলেসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৭ হাজার ৯৩ কোটি টাকা নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাইকের ধাক্কা, সড়কেই নিথর যুবক

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে নারীময়

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-২০ বিশ্বকাপ। আর প্রথমবারেই ইতিহাসের পাতায় ঠাঁই করে নিতে যাচ্ছে বিশ ওভারের এই আসর। কারণ এবারের এই আসরে খেলবেন নারীরা সঙ্গে অফিসালদের সবাইসহ আম্পায়ারদের সবাই হলেন নারী। 

এর কারণ, এবারই পুরো আসর পরিচালনা করবেন নারী ম্যাচ অফিসিয়ালরা। সে অর্থে এবারের নারী বিশ্বকাপ হতে যাচ্ছে ওল ওমেন বিশ্বকাপ। 

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ইতিহাসে প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্ট পুরোপুরিভাবে পরিচালনা করতে যাচ্ছেন নারী ম্যাচ-অফিসিয়ালরা। 

বিশ ওভারের এই আসরকে সামনে রেখে আজ ম্যাচ অফিসিয়ালদের তালিকা ঘোষণা করে আইসিসি। তাতে কোনো পুরুষ আম্পায়ার বা ম্যাচ রেফারিকে রাখেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ অফিসিয়ালদের তালিকা:
ম্যাচ রেফারি:

জিস লক্ষ্মী, শান্দ্রে ফ্রিৎজ, মিশেল পেরেইরা।

আম্পায়ার:

সু রেডফের্ন, এলোইস শেরিদেন, ক্লের পোলোসাক, জ্যাকুইলিন উইলিয়ামস, কিম কটন, লরেন আগেনবাগ, আনা হ্যারিস, ভ্রিন্দা রাথি, এন জানামি, নিমালি পেরেরা।

এই প্রসঙ্গে আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান বলেন, ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করতে পারে আমরা রোমাঞ্চিত। নারীদের এগিয়ে যাওয়ার অংশ হিসেবে ক্রিকেটের সর্বোচ্চ স্তরেও আমরা নারীদের সুযোগ নিশ্চিত করছি।'

Place your advertisement here
Place your advertisement here