• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে যারা বাদ পড়লেন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে যারা বাদ পড়লেন                            
প্রতি বছরই ক্রিকেটারদের আগের পারফরম্যান্সের ভিত্তিতে বাৎসরিক চুক্তি নবায়ন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সে ধারাবাহিকতায় তিন ফরম্যাটে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। নতুন এই চুক্তিতে বাদ পরেছেন চার জন ক্রিকেটার আর নতুন মুখ আছে দুইজন।

গতকাল শনিবার প্রকাশিত এই তালিকায় স্থান পেয়েছেন ২১ জন ক্রিকেটার। নতুন মুখ হিসেবে প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে স্থান পেয়েছেন জাকির হাসান। তিন ফরম্যাটের চুক্তিতে আছেন সাকিব, লিটন, তাসকিন ও মিরাজ।

শনিবার এক বিবৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি। তবে এবারের চুক্তি থেকে বাদ পড়েন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলি রাব্বি ও নাঈম শেখ।

তারা বাদ পড়ায় চুক্তিতে ঢুকেছেন জাকির হাসান, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন ও হাসান মাহমুদ। এর মধ্যে জাকির ও হাসান কেন্দ্রীয় চুক্তিতে স্থান পেয়েছেন প্রথমবারের মতো।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি : মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।

টেস্ট ও ওয়ানডে : তামিম ইকবাল ও মুশফিকুর রহিম

টেস্ট ও টি-টোয়েন্টি : নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান।

টেস্ট : মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও জাকির হাসান

ওয়ানডে : মাহমুদউল্লাহ রিয়াদ

ওয়ানডে ও টি-টোয়েন্টি : মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি : নাসুম আহমেদ, শেখ মেহেদি, মোসাদ্দেক হোসেন ও হাসান মাহমুদ।

Place your advertisement here
Place your advertisement here