• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের অনবদ্য রেকর্ড

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

স্বীকৃত টি-২০তে বাংলাদেশের হয়ে আগে থেকেই সবার উপরে ছিলেন তামিম ইকবাল। আজ নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন দেশসেরা এ ওপেনার। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-২০ ফরম্যাটে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজারি ক্লাবে ঢুকে পড়লেন বাঁহাতি এই ব্যাটার।

আজ শুক্রবার (২০ জানুয়ারি) বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে এই মাইলফলকে প্রবেশ করেন তামিম। ম্যাচের আগে ২৪২ টি-২০র ২৪১ ইনিংসে ব্যাট করে তার রান ছিল ৬৯৯৫। চট্টগ্রামের বিপক্ষে ৫ রান করতেই ৭ হাজারি ক্লাবে পৌঁছান তামিম।

এটি টি-২০র সব ধরনের ক্রিকেট মিলিয়ে করা তামিমের রান। সব মিলিয়ে টি-২০তে ৪০তম ব‌্যাটার হিসেবে ৭ হাজার রান করেছেন তামিম। এই মাইলফলকে দ্রুততম হিসেবে আছেন নবম স্থানে। আন্তর্জাতিক টি-২০তে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। 

২০১৬ টি-২০তে ওমানের বিপক্ষে পেয়েছিলেন সেই সেঞ্চুরি। এ ফরম‌্যাটে তার মোট সেঞ্চুরি সংখ্যা ৪টি। এছাড়া ফিফটি আছে ৪৫টি। যার ৭টি কেবল আন্তর্জাতিক মঞ্চে। গত বছর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় বলা তামিম ৭৮ ম‌্যাচে করেছেন ১ হাজার ৭৫৮ রান। 

সাকিব আল হাসান রান তোলায় আছেন দ্বিতীয় স্থানে। ৩৫৭ ইনিংসে তার রান ৬ হাজার ৫৪৬। মাহমুদউল্লাহ ২৬৫ ইনিংসে রান করেছেন ৫ হাজার ৩০১। মুশফিকুর রহিম ২৩০ ইনিংসে ৫ হাজার ১৩০ রান করেছেন। এরপর রয়েছেন সাব্বির রহমান। ১৭৫ ইনিংসে তার রান ৩ হাজার ৬৯৯। 

তামিম টি-২০তে আইপিএল, সিপিএল, পিএসএলসহ অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই সুযোগ পেয়েছেন। খেলেছেন এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের হয়েও।

Place your advertisement here
Place your advertisement here