• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছেন বঙ্গবন্ধুকন্যা: পলক  

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তিনি যদি বেঁচে থাকতেন, অল্প সময়ে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতো। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।

সোমবার সকালে নাটোরের সিংড়ায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২৮ জন রোগীর মাঝে ১৪ লাখ টাকার চেক প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরে তিনি সিংড়া ফিট অ্যান্ড ফাইন জিম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ও সিংড়া ডায়াবেটিক সমিতির সম্প্রসারিত ভবন এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস ভবন উদ্বোধন করেন।

তিনি বলেন, শ্রমজীবী মানুষদের শ্রমের মূল্য বঙ্গবন্ধু দিতেন তেমনি তারই সুযোগ্য কন্যা শ্রমজীবী মানুষের দুঃখ-দুর্দশা জানেন, বুঝেন। এজন্য শ্রমজীবী, কর্মহীন মানুষদের সরকার মানবিক সহায়তা, খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে। কেউ না খেয়ে থাকবে না, কেউ গৃহহীন থাকবে না। সরকার এজন্য আন্তরিকতার সঙ্গে কাজ করছে। করোনাকালীন এ দুর্যোগে সরকার সবাইকে নিয়ে কাজ করছে। বিগত সব দুর্যোগে আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো।

প্রতিমন্ত্রী আরো বলেন, সিংড়ায় তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে জিমনেসিয়াম উদ্বোধন করা হলো। সুস্থ, সবল দেহ গড়ে তুলতে হবে। উন্নত, আধুনিক, নিরাপদ ও মানবিক সিংড়া গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, সিংড়া উপজেলায় আমরা ১০ লাখ বৃক্ষরোপণ করেছি। ২ লাখ মাস্ক বিতরণ করা হয়েছে। আরো ২ লাখ মাস্ক বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, প্রফেসর আতিকুর রহমান, রবীন্দ্র গবেষক ড. আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা অফিসার মো. আতিকুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. হাসানুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।

এর আগে, প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫৭১ জন শ্রমিকের মাঝে নগদ ৫০০ টাকা করে প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ শ্রমিক নেতৃবৃন্দ।

Place your advertisement here
Place your advertisement here