• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

করোনা দুর্যোগে ভিজিএফ’র চাল পাচ্ছেন রংপুরে সোয়া ৪ লাখ মানুষ 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

করোনা দুর্যোগের কারণে নিম্ন আয়ের মানুষের অভাব কিছুতেই ছাড়ছে না। কদিন পরে ঈদুল আজহা। প্রতি ঈদে নিম্ন আয়ের দরিদ্র মানুষের ভরসা ভিজিএফ’র চাল। এবার রংপুরের ৮ উপজেলা ও ৩ পৌরসভায় ভিজিএফের চালের বরাদ্দ এসেছে ৪ লাখ ২২ হাজার ৯১৫ জনের। 

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, রংপুরের ৮ উপজেলা ও ৩টি পৌরসভায় ভিজিএফ চাল বরাদ্দ এসেছে প্রায় ৪ হাজার ৩০০ মেট্রিক টন। জনপ্রতি ১০ কেজি করে চাল দেয়া হবে। এর মধ্যে রংপুর সদর উপজেলায় ২৬ হাজার ৮৬৫ জন,পীরগাছায় ৫৪ হাজার ৭০৩ জন, মিঠাপুকুরে ৮৯ হাজার ১০১ জন, পীরগঞ্জে ৬৭ হাজার৭৫০ জন, গঙ্গাচড়া ৫০ হাজার ৫৫৮ জন, তারাগঞ্জে ২৭ হাজার ২৯৯ জন, বদরগঞ্জে ৫৫ হাজার ৬২৪ জন ও কাউনিয়া উপজেলায় ৪৪ হাজার ৮৫৪ জনকে ভিজিএফ সহায়তা দেয়া হবে।

এছাড়া হারাগাছ পৌরসভায় ১ হাজার ৫৪০, পীরগঞ্জ পৌরসভায় ১ হাজার ৫৪০ এবং বদরগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৮১ জনকে ভিজিএফের চাল দেয়া হবে। ভিজিএফ কার্ডধারী পরিবারের মধ্যে এই চাল বিতরণ করা হয়ে থাকে।   

জেলা পুনর্বাসন ও ত্রাণ কর্মকর্তা আখতারুজ্জামান জানান, রংপুরের ৮ উপজেলা ও ৩ পৌরসভায় ভিজিএফয়ের চাল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। 

Place your advertisement here
Place your advertisement here