• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

Find us in facebook
সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

পঞ্চগড়ে নৌকাডুবির এক বছর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ের বোদায় ভয়াবহ নৌকাডুবির এক বছর পূর্ণ হলো আজ। ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর করতোয়া নদীর আওলিয়া ঘাটে শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় ৭২ জন নিখোঁজ হন। এদের মধ্যে ৭১ জনের মরদেহ বিভিন্ন সময় উদ্ধার হয়।  

উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের কৃষ্ণ কুমার বলেন, বদ্বেশ্বরী মন্দিরের মহালয়া পূজায় আমিসহ পরিবারের সাতজন গিয়েছিলাম। আমার বড় ভাইসহ পাঁচজন নৌকাডুবিতে মারা যান। নৌকায় অনেক লোক উঠেছিলেন। কিন্তু কেউ বলেননি, এতো লোক ওঠা যাবে না। আমরা ফেরার পথে ওই নৌকাতে ছিলাম। চোখের সামনে এতগুলো মানুষ মারা গেল। সেদিনের কথা মনে পড়লে এখনো আঁতকে উঠি।

চিলাহাটী এলাকার অতুল চন্দ্র বলেন, এ ঘাটে ব্রিজ নির্মাণ করা হলে আমাদের সনাতন ধর্মাবলম্বীসহ চার ইউনিয়নের হাজার হাজার মানুষের কষ্ট কমে যাবে। 

এ বিষয় মাড়েয়া বামনহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম শামীম বলেন, আওলিয়ার ঘাটের ব্রিজটি আমাদের দীর্ঘ দিনের দাবি। কারণ করতোয়া নদীটি আওলিয়ার ঘাট অংশে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট, বড়শশী ও কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নকে বিচ্ছিন্ন করেছে। দেবীগঞ্জ উপজেলার চিলাহাটীর মানুষ এ ঘাট দিয়ে পারাপার হন। ব্রিজটি হলে বোদা ও দেবীগঞ্জ দুই উপজেলার মানুষের যাতায়াত সহজ হবে।

বদ্বেশ্বরী শক্তিপীঠ মন্দির কমিটি সভাপতি নিতিশ কুমার বকশি মুকুল বলেন, বদ্বেশ্বরী মন্দিরে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ আসেন। গত বছরও অনেক ভক্ত এসেছিলেন। কিন্তু মর্মান্তিক নৌকাডুবির ঘটনাটি এখনও আমাদের বেদনা বিধুর করে।

পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান বলেন, আওলিয়ার ঘাটে ৮৯১ মিটার একটি পিসি গার্ডার ব্রিজটি নির্মাণের জন্য দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগির ব্রিজটির দরপত্র আহ্বান করা হবে। এটি নির্মাণ হলে এলাকার মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হবে।

এ ব্যাপারে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, আওলিয়ার ঘাটে একটি ব্রিজ এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি। ইতোমেধ্য ব্রিজটির টেন্ডার প্রসেস, ডিজাইন সবকিছু সম্পন্ন হয়েছে। ব্রিজটির প্রকল্পিত মূল্য একশ কোটি টাকার ওপরে। এজন্য মন্ত্রী পরিষদের ক্রয় সংক্রান্ত কমিটির একটি অনুমোদন নিতে হবে। ব্রিজটি অনুমোদনের এটা সর্বশেষ ধাপ।

Place your advertisement here
Place your advertisement here