– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

আটোয়ারীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ল বাইক, প্রাণ গেল আরোহীর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ের আটোয়ারীতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে সরওয়ার কামাল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের চালক ইলিয়াস আহত হয়েছেন।

সোমবার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পাটশিরি হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সরওয়ার চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ভোয়ালিয়া পাড়া এলাকার মুনির আহমদের ছেলে। পেশায় তিনি কিশোয়ান গ্রুপের মরিচ ব্যবসায়ী ছিলেন। ব্যবসার কাজে পঞ্চগড় শহরে থাকতেন সরওয়ার। আহত মোটরসাইকেল চালক ইলিয়াস আটোয়ারীর ধামোর ইউনিয়নের বাসিন্দা।

আটোয়ারী থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে কাজ শেষে ইলিয়াসের সঙ্গে মোটরসাইকেলে করে পঞ্চগড়ে যাচ্ছিলেন সরওয়ার। পথে তারা আটোয়ারীর পাটশিরি হাট এলাকায় একটি খড়ি বহনকারী পিকআপকে পাশ কেটে সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তার পাশে পড়ে যান তারা। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান সরওয়ার। পরে স্থানীয়রা আহত ইলিয়াসকে দ্রুত উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here