• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁয়ের সিনিয়র সাংবাদিক সামসুজ্জোহা ডেঙ্গু জ্বরে আক্রান্ত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

মরণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হওয়ার ধকল কাটতে না কাটতে এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ঠাকুরগাঁয়ের সিনিয়র সাংবাদিক এটিএম সামসুজ্জোহা বাবলু।

গতকাল সোমবার বিকেলে বাসায় তীব্রজ্বরে আক্রান্ত হলে পরিবারের পক্ষ থেকে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর ওই দিন রাতে সাংবাদিক সামসুজ্জোহা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেন চিকিৎসকরা।

আক্রান্ত সাংবাদিক সামসুজ্জোহা বলেন, পুরো শরীরে তীব্র ব্যাথা ও জ্বর থাকছে তীব্রতর। শরীরে শীত অনুভূত হচ্ছে। খাবার সেবনে অরুচি থাকায় শরীরে দুর্বলতা লাগছে।

এব্যাপারে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক তোজাম্মেল হক জানান, সাংবাদিক সামসুজ্জোহা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসকদের নিবির পরিচর্যায় রয়েছেন।

উল্লেখ্য, এর আগে সাংবাদিক সামসুজ্জোহা ও তার স্ত্রী পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম করোনায় আক্রান্ত হন। সেই সময় সাংবাদিক সামসুজ্জোহাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এবং তার স্ত্রীকে রংপুর সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেন তারা।

সামসুজ্জোহা দৈনিক যুগান্তর ও চ্যানেল আই এ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি রোগ মুক্তির জন্য সকলে দোয়া কামনা করেছেন।

Place your advertisement here
Place your advertisement here