• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছে আরডি’   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার হাতে গড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। বুধবার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার ৩১তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

বিগত ২০২০-২০২১ অর্থবছরের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী অর্থবছরের জন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দুইদিন ব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে। আজ ছিল সম্মেলনের প্রথম দিন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসডিজি, ভিশন ২০২১, ২০৪১ ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নে আরডিএ বিশেষ ভূমিকা পালন করছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন আরডিএ বগুড়ার মহাপরিচালক অতিরিক্ত সচিব খলিল আহমদ।

এতে বিশেষ অতিথি ছিলেন- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান এনডিসি এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।

Place your advertisement here
Place your advertisement here