• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

করোনা: গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ৩২৬ 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুর বিভাগে করোনায় একদিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩২৬ জনের। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা ৮২২ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২৫ দশমিক ২৭ শতাংশ।

শনিবার (২৪ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, শনিবার (২৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নীলফামারীর চারজন, কুড়িগ্রামের তিনজন, ঠাকুরগাঁওয়ের তিনজন, দিনাজপুরের দুইজন, পঞ্চগড়ের দুইজন ও রংপুরের একজন রয়েছেন।

এ সময়ে বিভাগে ১২৯০ জনের নমুনা পরীক্ষা করে ৩২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের ১০৪ জন, নীলফামারীর ৫৭ জন, দিনাজপুরের ৪৪ জন, রংপুরের ৩৭ জন, পঞ্চগড়ের ৩০ জন, গাইবান্ধার ২৪ জন, কুড়িগ্রামের ২১ জন ও লালমনিরহাটের ৯ জন রয়েছেন।  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৩ জন।

এ পর্যন্ত বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২২ জনে। এর মধ্যে দিনাজপুর জেলার ২৫৪ জন, রংপুরে ১৬৯, ঠাকুরগাঁওয়ে ১৫৭, নীলফামারীর ৬৩, পঞ্চগড়ের ৪৯, লালমনিরহাটের ৪৭, কুড়িগ্রামের ৪৫ ও গাইবান্ধার ৩৮ জন রয়েছেন।

বিভাগে মোট ৩৯ হাজার ১৪৬ জন করোনা রোগীর মধ্যে দিনাজপুুর জেলায় ১১ হাজার ৭০৩ জন, রংপুরে ৮ হাজার ৫৭৭ জন, ঠাকুরগাঁওয়ে ৫ হাজার ৪৩৯ জন, গাইবান্ধায় ৩ হাজার ৩০৫ জন, নীলফামারীতে ৩ হাজার ৩৬ জন, কুড়িগ্রামের ২ হাজার ৮৬৯ জন, লালমনিরহাটে ২ হাজার ৪৮ জন এবং পঞ্চগড়ে ২ হাজার ১৬৯ জন রয়েছেন।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৯৯ হাজার ১১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই। বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

Place your advertisement here
Place your advertisement here