• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কাউনিয়ায় পানিতে ডুবে দুইজনের মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রংপুরের কাউনিয়া উপজেলায় পানিতে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগালি ও হারাগাছ ইউনিয়নের পল্লিমারী একতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন (৬৫) পল্লিমারী একতা গ্রামের মৃত আনেছ আলীর স্ত্রী এবং নিহত নূর হাসান (৫) হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের আলমগীরের ছেলে।

কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, পল্লিমারী একতা গ্রামে বৃদ্ধ রাবেয়া খাতুন পুলিশের উপহার দেওয়া বাড়িতে একাই বসবাস করতেন। প্রায় তিনি অসুস্থ হতেন। শনিবার অসুস্থ শরীর নিয়ে রাতে কোনো এক সময় বাড়ির পাশে পুকুরে যান। গভীরতা বেশি হওয়ায় তিনি পুকুরের পানিতে ডুবে যান। রোববার সকালে স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পান। পরে স্বজনরা রাবেয়া খাতুনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

অপরদিকে, একই দিন বিকেলে বাহাগালি গ্রামে নানা নূর মোহাম্মদের বাড়িতে মায়ের কাছে আসে শিশু নূর হাসান। রোববার সকালে নূর হাসান পরিবারের অজান্তে বাড়ির পাশে পানিভর্তি গর্তে পড়ে গিয়ে ডুবে যান। পরিবারের লোকজন গর্তে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। পরে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। নিহত দুই পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here