• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook

দিনাজপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

আজ সোমবার বেলা সাড়ে ১২টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা -২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক জনাব শাকিল আহমেদ ।

এছাড়াও উপস্থিত ছিলেন মমিনুল করিম অতিরিক্ত পুলিশ সুপার দিনাজপুর। জানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক দিনাজপুর। নুরে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দিনাজপুর। সৈয়দ জাহাঙ্গীর আলম মেয়র পৌরসভা দিনাজপুর। বজলুল হক সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ দিনাজপুর। স্বরুপ বক্সসি বাচ্চু, সভাপতি পূজা উদযাপন পরিষদ দিনাজপুর। সুনীল চক্রবর্তী, সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর। রতন সিং, সাধারণ সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর। সহ দিনাজপুর জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য এবং সরকারি অফিসের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতা কর্মীগণ।

আলোচনা সভায় গত বছরের আলোচনা সভার পুনরাবৃত্তি করা হয়। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও প্রজাপ্ত পরিমাণ লাইটিংয়ের ব্যবস্থা করার পরামর্শ প্রদান করেন। প্রশাসনের পক্ষ হতে প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার মোতায়ন করার পাশাপাশি সিভিল পোশাকে গোয়েন্দা নজরদারি রাখার পরামর্শ  প্রদান করেন। ফায়ার সার্ভিসকে সর্বসময় সতর্ক থাকার পরামর্শ দেন। বর্তমানে দিনাজপুর জেলায় ১৩২৮ টি পূজা মণ্ডপের সংখ্যা রয়েছে এর কম বেশি হলে প্রতিটি উপজেলার পূজা মন্ডপের তালিকা প্রেরণ করার আদেশ প্রদান করেন।

Place your advertisement here
Place your advertisement here