• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

আবারো প্রেমিকের বাড়িতে হাজির সেই প্রেমিকা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

চুয়াডাঙ্গার এক স্কুলছাত্রীর সঙ্গে দিনাজপুরের বিরামপুর উপজেলার এক যুবকের মোবাইলে প্রেম হয়। গত ২৯ মার্চ কথিত প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসে ঐ কিশোরী। তবে বয়স কম হওয়ায় তাকে ফেরত যেতে হয়। কিন্তু আবারো সে বিয়ের দাবিতে অনশনে বসে ঐ প্রেমিকের বাড়িতে।

এদিকে, বাড়িতে তালা দিয়ে গা ঢাকা দিয়েছেন প্রেমিক সাকিবসহ তার পরিবারের লোকজন। রোববার (১ অক্টোবর) রাত থেকে উপজেলার জোতবানী ইউনিয়নের টেগরা (তকিপুর) গ্রামে মতিয়ার রহমানের বাড়িতে অনশনে বসে ঐ কিশোরী (১৭)।

সাকিব মতিয়ারে ছেলে। রোববার রাতে বাড়ি থেকে মেয়েটিকে বের করে দেয় সাকিবের পরিবার। পরে স্থানীয়রা ইপি সদস্য সাহানুর আলমের বাসায় নিয়ে যায় ও তার পরিবারের জিম্মায় দেন।

জানা গেছে, দুই বছর আগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নবম শ্রেণিতে পড়ুয়া ঐ স্কুলছাত্রীর সঙ্গে ফোনে পরিচয় হয় সাকিবের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এর আগে গত ২৯ মার্চও অনশনে বসেছিল ঐ স্কুলছাত্রী। বয়স না হওয়ায় বিয়ে দেওয়ার অঙ্গিকারনামা করে বাসায় পাঠিয়ে দেয় ছেলের পরিবার।

ঐ কিশোরী বলে, সাকিবের সঙ্গে আমার দুই বছরের প্রেম। সে একাধিকবার আমার সঙ্গে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলতে বাধ্য করে। তার কাছে আমার কিছু আপত্তিকর ছবি আছে, সেই ছবি দিয়ে আমাকে বিভিন্ন প্রকার ভয় ও হুমকি দিয়ে আসছিল। কয়েকদিন আগে সে আমাকে তার বাড়িতে আসতে বলে। আমি অসুস্থ থাকায়, আসতে পারিনি। এখন সে বিয়ে করতে চাচ্ছে না।

সে আরো বলে, আমি আসার পর সাকিবের মা-বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেন। সাকিব আর তার বাড়ির লোকজন সবাই লাপাত্তা। সে যদি আমাকে বিয়ে না করে, তাহলে আত্মহত্যা করবো। এছাড়া আমার কোনো উপায় নেই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, মেয়েটির বয়স না হওয়ায় বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। আমি মেয়ের অবিভাবককে ছেলের বাসায় আসতে বলেছি। তারা এখানে আসলে তাদের মেয়ে তাদের হাতে তুলে দেওয়া হবে।

এ বিষয়ে প্রেমিক সাকিবসহ পরিবারের লোকজনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Place your advertisement here
Place your advertisement here