• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook

সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ১০ শতাংশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

সমাপ্ত সেপ্টেম্বরে আগের অর্থবছররের একই মাসের চেয়ে পণ্য রপ্তানি বেড়েছে ১০ শতাংশ। রপ্তানি হয়েছে ৪৩১ কোটি ডলারের পণ্য। তবে গত জুলাই ও আগস্টের চেয়ে এ আয় কিছুটা কম। ওই দুই মাসে রপ্তানির পরিমাণ ছিল ৪৫৯ এবং ৪৭৮ কোটি ডলার। 

রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি রোববার রাতে পণ্য রপ্তানির এ হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, সেপ্টেম্বরের রপ্তানি আয়সহ চলতি ২০২৩-২৪ অর্থবছরের অথবছরের গত তিন মাসে অথাৎ, জুলাই- সেপ্টম্বরে সাবিক রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৫১ শতাংশ। পরিমাণে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৯ কোটি ডলার। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১ হাজার ২৫০ কোটি ডলার। 

বরাবরের মত সেপ্টেম্বর মাসের রপ্তানিতেও পোশাকের প্রাধান্য রয়েছে। গত তিন মাসের সাবিক রপ্তানি আয়ের ৮৫ শতাংশই এ তৈরিপোশাক রপ্তানি থেকে। রপ্তানি হয়েছে ১ হাজার ১৬২ কোটি ডলারের পোশাক। এই আয় গত অথবছরের একই সময়ের চেয়ে ১৩ শতাংশ বেশি। রপ্তানি খাতের উল্লেখযোগ্য পণ্য চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্যের মত পণ্যেও রপ্তানি আগের একই সময়ের চেয়ে কমেছে।

Place your advertisement here
Place your advertisement here