• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook

পাগলাপীরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে এসএসএস’র সহায়তা প্রদান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রংপুর সদরের পাগলাপীরে আগুনে ক্ষতিগ্রস্ত মিনার বেগমের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)। গতকাল বিকেলে এসএসএস রংপুর জোনের পাগলাপীর শাখার উদ্যোগে পরিবারটিকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

ক্ষতিগ্রস্ত মিনারা বেগম বলেন, আমার তো বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এসএসএস আমাকে যেভাবে সহায়তা করেছে এতে আমি উপকৃত হয়েছি। আমার মতো আরো অনেকেই ওই দিনের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার মনে হয় সমাজের বৃত্তবানরা যদি এগিয়ে আসে, আমরা বাড়িঘর ঠিক করে আবার ঘুরে দাঁড়াতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন এসএসএস’র রংপুর এরিয়ার এরিয়া ম্যানেজার সামিউল ইসলাম সবুজ, পাগলাপীর শাখা ব্যবস্থাপক সুমন চন্দ্র বসাক, রংপুর সদর শাখা ব্যবস্থাপক দুলাল হোসেন, শাখা হিসাব রক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত; গত ১৫ মে পাগলাপীরের পশ্চিম ধনতলা গ্রামে মিনার বেগমসহ অনেকের বাড়ি আগুনে পুড়ে যায়। এতে মাথা গোঁজায় ঘরবাড়ি হারিয়ে পথে বসে অনেকেই। পাগলাপীরে সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) এর সদস্য মিনার বেগমের বাড়িটিও আগুনে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ওই সদস্যকে এসএসএস’র উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here