• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

রংপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

আজ সোমবার রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে, জেলা প্রশাসনের আয়োজনে, অতিরিক্ত জেলা প্রশাসক এ ডব্লিউ এম রায়হান সাহ এর সভাপতিত্বে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৩ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা প্রশাসক, রংপুর। মোহাম্মদ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর।
গ। মোঃ শামীম হোসেন, উপ-মহাব্যবস্থাপক, বিসিক রংপুর। ডাক্তার মোঃ জোবায়ের করিম, অতিরিক্ত পরিচালক, প্রাণিসম্পদ কর্মকর্তা রংপুর।

এ সময় বক্তারা তাদের বক্তৃতায় বলেন, রংপুর অঞ্চল একটি কৃষি প্রধান অঞ্চল। এখানে দেশের কৃষি পণ্যের চাহিদার প্রধান অংশ উৎপাদন হয়ে থাকে। আপনার আন্তরিকতার সাথে দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে বেশি বেশি করে উৎপাদন করবেন। যাতে আমরা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারি। দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি।

Place your advertisement here
Place your advertisement here