• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

সকলে মিলে উৎসব পালন করাই বাংলাদেশের ঐতিহ্য: স্পিকার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, আমাদের দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের দেশ। আমরা সকলে মিলেই আমাদের সব আনন্দ উৎসব পালন করি। এটাই বাংলাদেশের ঐতিহ্য, এটাই বাংলাদেশের গৌরব।

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ সহায়তা এবং জিআর চালের ডিও বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভাতেও ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

উপজলো নির্বাহী অফিসার বিরোদা রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নুরুল আমনি রাজা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম। পীরগঞ্জ উপজেলায় এবার ৯৭টি মন্দিরে দুর্গোৎসব পালন করা হবে বলে জানান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুধীর চন্দ্র।

Place your advertisement here
Place your advertisement here