– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
ব্রেকিং:
রংপুরসহ সারাদেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
রংপুরসহ সারাদেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত রফতানি আয়ে সুবাতাস: সেপ্টেম্বরে এলো ৪.৩১ বিলিয়ন ডলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন পীরগাছায় বীর নিবাস পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব পীরগাছায় জলাবদ্ধতা নিরসনের ৫ কিমি ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

চুরির অপবাদে দুই শিশুকে নির্যাতন: গ্রেফতার ১

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুরের কাউনিয়ায় টাকা চুরির অপবাদে শামীম হোসেন (১০) ও রাসেল (৯) নামে দুই শিশুকে অমানবিক নির্যাতনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার টেপামধুপুর এলাকা থেকে আসামি আকরাম হোসেনকে (৩২) গ্রেফতার করা হয়।

গ্রেফতার আকরাম কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব মোল্লাটারী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

এ ঘটনায় দায়ের করা মামলার অপর দুই আসামি হলেন ইউপি সদস্য ইউনুস আলী (৪২) ও আকরাম হোসেনের ভাই ইয়াকুব আলী (২৪)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) আশরাফুল আলম পলাশ বলেন, শিশু দুটিকে উদ্ধারের পর তাদের পরিবারের কাছে দেওয়া হয়েছে। কিন্তু তাদের অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ দায়ের না করায় পুলিশ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। এরই মধ্যে অভিযুক্ত এক জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধী যেই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না।

টাকা চুরির অপবাদে বুধবার (২৬ জানুয়ারি) সকালে মধ্যযুগীয় কায়দায় ওই দুই শিশুকে নির্যাতন করেন ইউপি সদস্য ইউনুস আলী, আকরাম হোসেন ও তার ভাই ইয়াকুব আলী। এ ঘটনায় দুই শিশুর পরিবার থেকে মামলা না করা হলেও ঘটনার দিন রাতেই কাউনিয়া থানার এস আই স্বপন কুমার সরকার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

Place your advertisement here
Place your advertisement here