ব্রেকিং:
রংপুর রেল স্টেশনের প্লাটফর্মে ব্লেড দিয়ে গলা কেটে `আত্মহত্যা` করেছে এক নারী
  • বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

Find us in facebook
সর্বশেষ:
আগামী সপ্তাহে আবারও ঝড়-বৃষ্টি লস অ্যাঞ্জেলেসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৭ হাজার ৯৩ কোটি টাকা নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাইকের ধাক্কা, সড়কেই নিথর যুবক

গঙ্গাচড়ায় শীতবস্ত্র পেল ৩০০ পরিবার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুর গঙ্গাচড়ায় উপজেলায় অসহায় শীতার্তদের মধ্যে ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সকালে গঙ্গাচড়া শুভসংঘের সহযোগিতায় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে আজিজ মিয়া (৮৫) নামে এক বৃদ্ধ বলেন, যারা আমাদেরকে এ কম্বল দিল, আল্লাহ যেন তাদের অনেক ভালো রাখেন। এই শীতে আমাদের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ সময় অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মান আলী, গংগাছড়া থানার ওসি সুশান্ত কুমার সরকার, গংগাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিয়া,এসময় আরও উপস্থিত ছিলেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান,তাকবীর হোসাইন মান্না, শরীফ মাহ্দী আশরাফ জীবন, শাহ মো. হাসিবুর রহমান, রাশেদুল ইসলাম রাফিন, আব্দুল হাকিম,প্রভাষক গংগাচড়া সরকারি কলেজ,খাইরুল ইসলাম মিলন, রায়হান কবির, রকি প্রামাণিক, মিরাজুল ইসলাম, মিল্লাত মিয়া, ফারজানা আক্তার নওরীন, তুহিন ইসলাম, বিষ্ণু চন্দ্র রায়, আলপনা রিতু, শারমিন সুলতানা, মিরান আহমেদ, সাওন, শাকিল আহমেদ, সীমা আক্তার, মোর্শেদুল, শাফিন, রাইহান মিয়া, রাশেদুজ্জামান, মেহেদী হাসান প্রাণ, রাকিবুল রাঙ্গা, প্রান্ত কুমার সরকার,  নাবিউল, ইসতিয়াক, নাজিরুল, সাকিব খান মান্না, সুজন মিয়া, ভারত রায়, আয়শা সিদ্দিকা মনীষা প্রমূখ।

Place your advertisement here
Place your advertisement here