• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

মিঠাপুকুরে দুই বাসের সংঘর্ষে নিহত পাঁচজনের পরিচয় মিলেছে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদি পুকুরে রংপুর-ঢকা মহাসড়কে দুটি বাসের সংঘর্ষের ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় মিলেছে। এদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, একজন শিক্ষার্থী, একজন কৃষক, একজন বাসচালক ও এক শিশু রয়েছে।

বড়দরগাহ হাইওয়ে থানার ওসি মো. ইয়ামিন-উদ-দৌলা জানান, নিহত পাঁচজনের মধ্যে হাজী আব্দুল মতিন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা এলাকার আব্দুল হামিদ মুন্সির ছেলে। 

এছাড়া বাকিরা হলেন- ঢাকার সাভার ধামরাই চৌতাল এলাকার মৃত আব্দুল হকের ছেলে সেলফি পরিবহনের বাসচালক আব্দুল খলিল, গাইবান্ধার সুন্দরগঞ্জের জমির উদ্দিনের ছেলে কৃষক ফরিদ, একই জেলার সাদুল্যাপুরের ইসুবপুর গ্রামের বাবু মিয়ার মেয়ে বাবলী আক্তার ও নীলফামারীর সৈয়দপুরের কাজীপাড়ার আফাজ উদ্দিনের ছেলে আহসান হাবীব।

এদের মধ্যে নিহত শিশু বাবলী আক্তারের মা সেতারা বেগম আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Place your advertisement here
Place your advertisement here