• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কারাগারে গংগাচড়ার বড়বিল ইউনিয়নের চেয়ারম্যান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

চেক ডিজঅনারের মামলায় গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজালুল হক রাজুকে থানা পুলিশ গ্রেফতার করেছে। চেক ডিজঅনার মামলার গ্রেফতারী পরোয়ানা বলে গত বুধবার রাতে রংপুর মহানগরীর জাহাজ কোম্পানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকারের নেতৃত্বে এসআই জাহাঙ্গী-১, এসআই জাহাঙ্গীর-২, এএসআই রাখিমুজ্জামান রানা রংপুর ডিবি অফিসের সহায়তায় চেয়ারম্যান রাজুকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার বলেন, উপজেলা বড়বিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজালুল হক রাজুর বিরূদ্ধে রংপুর জেলা যুগ্ন দায়রা জজ আদালতে চেক ডিজ অনারের মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিলো। ওই মামলায় তার ১ বছর জেল ও ১২ লাখ টাকা জরিমানা করে আদালত। বৃহস্পতিবার তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, আফজালুল হক রাজু বড়বিল ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরই তিনি ভিজিএফ’র ২ শতাধিক বস্তা চাল আত্মসাৎ মামলায় পড়েন।

Place your advertisement here
Place your advertisement here